ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

চকরিয়ায় তুচ্ছ ঘটনায় মাছ ব্যবসায়ীকে খুন

কক্সবাজার প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৬, ৭ ডিসেম্বর ২০২৪  
চকরিয়ায় তুচ্ছ ঘটনায় মাছ ব্যবসায়ীকে খুন

কক্সবাজারের চকরিয়ার ঢেমুশিয়া ইউনিয়নে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ছুরিকাঘাতে জাকের হোসেন (২০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। 

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় ছয়কুড়িটিক্কা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে। 

নিহত জাকের হোসেন স্থানীয় আবদুল কাদেরের ছেলে। তিনি বাবার সঙ্গে ভ্যানে ফেরি করে মাছ বিক্রি করতেন।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, বিকেলের দিকে এলাকার কয়েকজন যুবকের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে জাকেরের কথা কাটাকাটি হয়। পরে আবুল কাশেমের ছেলে বাবুর নেতৃত্বে কয়েকজন দুর্বৃত্ত জাকেরের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

নিহতের বাবা আবদুল কাদের বলেন, ‘‘আমাদের কারো সঙ্গে শত্রুতা ছিল না। কেন আমার ছেলেকে খুন করা হলো বুঝতে পারছি না। খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’’ 

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

ঢাকা/তারেকুর/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়