ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

গাজীপুরে এবার ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের অর্থ পেলেন ২২ শিক্ষার্থী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:০১, ৭ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে এবার ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের অর্থ পেলেন ২২ শিক্ষার্থী

গাজীপুরের কালীগঞ্জে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় স্থানীয় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জন গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করা হয়েছে। কৃতি শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে ৩ লক্ষ ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে।

শনিবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মেধাবী কৃতি শিক্ষার্থী এ সম্মাননা প্রদান করা হয়।

ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প কর্তৃক আয়োজিত প্রকল্পের চেয়ারম্যান ডা. মোহাম্মদ ওয়াদুদুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে  বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।  

টাষ্ট্রি মাশহুদুর রহমান সাজেদের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন প্রকল্পের ভাইস চেয়ারম্যান নবিউল ইসলাম খান, বৃত্তিপ্রাপ্ত সাবেক শিক্ষার্থী ডা. সুস্মিতা দেবনাথ, বর্তমান শিক্ষার্থী নাজিয়া করিম ঐশি, নিপুন হোসেন, নকিবুল হাসান নিলয় প্রমুখ। 

এ সময় লতিফা বেগম ভূঁইয়া, টাষ্ট্রি মো. মারুফুল হক ভূঁইয়াসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।  

জুলাই অভ্যূত্থানের পর নতুন বাংলাদেশে এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে সাবেক ও বর্তমান বৃক্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা জানায়, এ ধরণের আয়োজন একজন শিক্ষার্থীকে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা যোগায়। আর্থিকভাবে সহায়তার পাশাপাশি একজন শিক্ষার্থী ও তার পরিবারের সাহস যোগায়। একদিন তারা সমাজে প্রতিষ্ঠিত হয়ে সমাজ তথা দেশের শিক্ষা প্রসারে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের মতো ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি স্থানীয়ভাবে এতো বড় ও দীর্ঘদিনের এই আয়োজনকে ঘিরে তারা তাদের অনেক আশা, আকাঙ্খা ও স্বপ্নের কথাও বলেন।

২০০৯ সাল থেকে ১৬ বছর ধরে কালীগঞ্জ উপজেলার মেধাবীদের শিক্ষা বৃত্তি দিয়ে যাচ্ছে ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্প। এরই ধারাবাহিতায় এ বছর ওয়াদুদ ভূঁইয়া বৃত্তি প্রকল্পের আওতায় স্থানীয় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২ জনকে বৃত্তি প্রদান করল। 

এছাড়াও এইদিন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিকে আরও ৬ লক্ষ ১০ হাজার টাকার মানবিক সহযোগিতা দেওয়া হয়। 

ঢাকা/রফিক/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়