ভারত কি আমাদের বিনা পয়সায় মালামাল দেয়: উপদেষ্টা সাখাওয়াত
সাতক্ষীরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শনে আসেনে উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন
নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, “আমদানি-রপ্তানি বন্ধ হলে ক্ষতিগ্রস্ত কি আমরা একাই হবো, নাকি ভারতও হবে। ভারত কি আমাদের বিনা পয়সায় মালামাল দেয়। তারা টাকার বিনিময়ে দেয়। তারা তো গরু বন্ধ করেছিল। আমরা এখন গরু খায় না? ব্যবসা বন্ধ যদি উনারা করতে চান সেটা উনাদের ব্যপার। উনারা বন্ধ করলে উনাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।”
শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের উন্নয়ন মূলক কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
সাখাওয়াত হোসেন বলেন, “দুই দেশের ব্যবসা-বাণিজ্যের সঙ্গে লাখ লাখ লোক জড়িত। রাজনৈতিক অবরোধ মাঝে মধ্যে দুই পাশেই হয়ে থাকে। এ কারণে এক-দুই দিন সমস্যা হতে পারে। ভারতীয় ব্যবসায়ীরা এটা মেনে নেবে না। তারা এতো বড় বাজার নষ্ট করতে চাইবে না। তাই এটা নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণ নেই।”
ভারতীয় মিডিয়ায় অপপ্রচার সম্পর্কে তিনি বলেন, “তারা যে অপপ্রচার চালাচ্ছে, তাতে আমাদের চেয়ে তাদের ক্ষতি হচ্ছে বেশি। বাংলাদেশের জনগণ ভারতের সঙ্গে সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্কে থাকতে চায়। ভারতের মিডিয়া যা করছে সেটি তাদের টিআরপি বাড়ানো জন্য করছে। অপপ্রচারের কারণে বাংলাদেশের জনগণ ভারতের বিপক্ষে বেশি দাঁড়াচ্ছে। তাতে আমাদের কোনো ক্ষতি নেই।”
এসময় সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ, ভোমরা সিএন্ডএফ এজেন্টের সভাপতি আবু হাসান, অতিরিক্ত পুলিশ সুপার সজিব খান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে ভোমরাস্থল বন্দরের অংশীজনের সাথে মতবিনিময় করেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
ঢাকা/শাহীন/মাসুদ