ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

ঝালকাঠিতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে আলোচনাসভা 

ঝালকাঠি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪২, ৭ ডিসেম্বর ২০২৪  
ঝালকাঠিতে সাংবাদিকদের ভূমিকা বিষয়ে আলোচনাসভা 

বক্তব্য রাখছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন

ঝালকাঠিতে ‘ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ, সাংবাদিকদের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভা ও সাংবাদিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন। ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সভাপতি আক্কাস সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের কোষাধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, দপ্তর সম্পাদক মো. আবু বক্কর, নির্বাহী সদস্য আবু হানিফ, শাহিন হাসনাত, সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম, ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাত হোসেন, জেলা জামায়াতের সেক্রেটারী মো. ফরিদুল হক, প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান প্রমুখ।

ঝালকাঠি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল অনুষ্ঠান সঞ্চালনা করেন। অনুষ্ঠানে জেলায় কর্মরত সাংবাদিক ও বিশিষ্টজনরা অংশ নেন। 

আরো পড়ুন:

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন বলেন, ‘‘বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের পতন হয়েছে। তবে এখনও তারা নানাভাবে, বিভিন্ন রূপে ফিরে আসার চেষ্টা করছে। এ দেশে বসে না পেরে এখন তারা পাশের দেশের সহযোগিতা নিয়ে আমাদের দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। সুতরাং তাদের থেকে সাবধানে থাকতে হবে। এ ফ্যাসিবাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।’’

ঢাকা/অলোক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়