আশুলিয়ায় পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ঢাকার আশুলিয়ায় শিমুল সরদার (২৯) নামের এক পোশাককর্মীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে আশুলিয়ার ভাদাইল পশ্চিম পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। তবে, তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।
শিমুল সরদার যশোরের অভয়নগর থানাধীন লেবুগাতি এলাকার মনসুর সরদারের ছেলে। শিমুল আশুলিয়ায় স্টারলিং ক্রিয়েশন নামের পোশাক কারখানায় কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেছেন, “রাতে খবর পেয়ে হাসপাতাল থেকে শিমুলের লাশ উদ্ধারের পাশাপাশি হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার রাত ৯টার দিকে ভাদাইল পশ্চিম পাড়ার বালুর মাঠে ছিলেন শিমুল সরদার। এ সময় হঠাৎ কয়েকজন এসে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিমুলকে উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/সাব্বির/রফিক