ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, চাচাশ্বশুর আনুকে শোকজ

নাটোর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৩, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:১৪, ৭ ডিসেম্বর ২০২৪
বিএনপির জনসভা মঞ্চে পলকের শ্যালিকা, চাচাশ্বশুর আনুকে শোকজ

বিএনপির জনসভা মঞ্চে বসে আছেন আওয়ামী লীগ সরকারের সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের শ্যালিকা ফারজানা রহমান (চশমা চোখে)। শুক্রবার বিকেলে সিংড়া কোর্ট মাঠে

নাটোরের সিংড়া উপজেলা বিএনপির জনসভার মঞ্চে সাবেক ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমান দৃষ্টি উপস্থিত ছিলেন। এ নিয়ে সমালোচনা শুরু হওয়ায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে জেলা বিএনপি।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজের স্বাক্ষরিক শোকজ চিঠিতে, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আনোয়ারুল ইসলাম অনুকে জবাব দিতে বলা হয়েছে।

আনোয়ারুল ইসলাম আনু জানান, তিনি এখনো নোটিশ হাতে পাননি। মৌখিকভাবে তিনি বিষয়টি জেনেছেন।

আরো পড়ুন:

ডা. ফারজানা রহমান দৃষ্টি সাবেক প্রতিমন্ত্রী পলকের স্ত্রী আরিফা জেসমিন কনিকার চাচাতো বোন। তিনি সিংড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনুর ভাতিজি।

শোকজ নোটিশে বলা হয়, “দলীয় সিদ্ধান্ত অমান্য করে গত ৬ ডিসেম্বর তারিখে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভার মঞ্চে ফ্যাসিস্ট সরকারের আইসিটি মন্ত্রী পলকের শ্যালিকা ডা. ফারজানা রহমানের উপস্থিত হওয়া এবং আসন গ্রহণের ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। দেশের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ায় এ সংক্রান্ত সংবাদ প্রকাশের পর এ নিয়ে আলোচনা ও সমালোচনার ঝড় ওঠে। যা দলীয় শৃঙ্খলার পরিপন্থী বলে বিবেচিত হয়। 

আপনাদের এহন কর্মকাণ্ডে বিএনপির ভাবমূর্তি দারুণভাবে ক্ষুণ্ন হয়েছে। এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্ব শরীরে হাজির হয়ে বা লিখিতভাবে জানানোর জন্য নিদের্শ দেওয়া হলো।”

বিএনপির নেতারা জানান, গতকাল শুক্রবার বিকেলে সিংড়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। জনসভার মঞ্চের দ্বিতীয় লাইনে ডা. ফারজানা রহমান দৃষ্টি বসে ছিলেন। মঞ্চের তার বসে থাকার ছবি সমাজিক যোগযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। 

বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, সাধারণ কর্মীরা নির্যাতিত হলেও সুবিধাবাদী লোকজন সব সময় সুবিধায় থাকে। ভারপ্রাপ্ত আহ্বায়ক অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু সাবেক আইসিটি প্রতিমন্ত্রী পলকের চাচাশ্বশুর হওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিলেন। তাই এখন আওয়ামী লীগের সুবিধাপ্রাপ্ত ডা. ফারজানা রহমানকে বিএনপি কারার চেষ্টা করছেন আনোয়ারুল ইসলাম আনু।

ফারজানা রহমান জানান, তিনি পেশায় একজন চিকিৎসক। বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় তিনি বিএনপির জনসভার মঞ্চে বসেছিলেন। এতে রাজনৈতিক কোনো অভিপ্রায় ছিল না। যুব মহিলা লীগে তাঁর কোনো পদ-পদবি ছিল না বলেও তিনি দাবি করেন। 

সামাজিক কর্মী হয়ে কেন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিয়েছেন, এমন প্রশ্নের তিনি কোনো জবাব দেননি।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়