স্বৈরাচারের সব ষড়যন্ত্র নস্যাত করতে হবে : মান্না
নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম
বক্তব্য রাখছেণ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘‘স্বৈরাচারদের সব ষড়যন্ত্র নস্যাত করতে হবে। আমরা শুধু শেখ হাসিনার সরকারের বিদায় করতে চাইনি, আমরা পুলিশের সংস্কার চাই, আমরা নির্বাচনী ব্যবস্থার সংস্কার চাই ও বিচার বিভাগের সংস্কার চাই। সুশাসন প্রতিষ্ঠার জন্যই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে।’’
শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে খুলনা নগরীর উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে নাগরিক ঐক্যের খুলনা নগর ও জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি উপরোক্ত কথা বলেন।
মান্না আরও বলেন, ‘‘শেখ হাসিনার উন্নয়নের নামে হাজার-হাজার কোটি টাকার লুটপাটের খবর আজ আমরা সবাই জানি। এক পদ্মা সেতুর নামে তিনি যে প্রপাগাণ্ডা চালিয়েছেন, তা বিশ্বের সবাই দেখেছে। মেট্রোরেল তৈরিতে যে টাকা খরচ হয়েছে, তার থেকেও বেশি ব্যয় হওয়ার কথা বলতেও দ্বিধা করেনি ফ্যাসিস্ট মিথ্যাবাদী সরকার। ৪০ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত এ পদ্মা সেতু তৈরি হলে দক্ষিণাঞ্চলের পরিবর্তনের কথা বলেছিল। অথচ কী হয়েছে? হ্যাঁ হয়েছে, লুটপাট হয়েছে, জমি দখল হয়েছে, হাসিনা ও তার দোসরদের উন্নতি হয়েছে। চোর-ডাকাত একসঙ্গে দেশ লুটেছে, কোনো উন্নতি হয়নি।’’
পালানো ছাড়া হাসিনার উপায় ছিল না উল্লেখ করে মান্না বলেন, ‘‘তার পালানো ছাড়া পথ ছিল না। তিনি যদি না পালাতেন তাহলে হাড্ডি মাংস পাওয়া যেত না।’’
সম্মেলনে সভাপতিত্ব করেন দলের নগর শাখার আহ্বায়ক ড. মো. জাকির হোসেন। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার। বিশেষ অতিথি ছিলেন দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক এস এম মহিদুজ্জামান। সম্মেলনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করেন দলের নগর শাখার সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু।
সম্মেলনের শেষ পর্বে জেলা ও মহানগরীর নতুন কমিটির নেতাদের নাম ঘোষণা করা হয়। পরে মান্না বসুপাড়ায় ছাত্র-জনতার আন্দোলনে শহীদ শেখ সাকিব রায়হানের কবর জিয়ারত করেন।
ঢাকা/নুরুজ্জামান/বকুল