ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

কমলগঞ্জে ১৭ বছর পর বিএনপির কর্মী সমাবেশ

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৯, ৭ ডিসেম্বর ২০২৪  
কমলগঞ্জে ১৭ বছর পর বিএনপির কর্মী সমাবেশ

মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুর রহমান ময়ূনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী। জেলা আহ্বায়ক কমিটির সদস্য স্বাগত কিশোর দাস চৌধুরীর সঞ্চালনায় উপস্থিত ছিলেন জেলা আহ্বায়ক কমিটির সদস্য এম নাসের রহমান, মুজিবুর রহমান (হাজী মুজিব), মহসিন মিয়া মধু, মৌলভী ওয়ালি সিদ্দিকী প্রমুখ।

আরো পড়ুন:

ঢাকা/আজিজ/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়