ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হাসিনার বন্ধুত্ব রাখতে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারত: আসাদুজ্জামান

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ৭ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৪১, ৭ ডিসেম্বর ২০২৪
হাসিনার বন্ধুত্ব রাখতে বাংলাদেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারত: আসাদুজ্জামান

লৌহজং উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় শনিবার যোগ দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‍“শেখ হাসিনার সঙ্গে বন্ধুত্ব টিকিয়ে রাখতে ও আওয়ামী লীগের খুশির জন্য বাংলাদেশের ১৮ কোটি মানুষের বিরুদ্ধে দাঁড়িয়েছে ভারত।”

শনিবার (৭ ডিসেম্বর) দুপুর ১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলা বিএনপির আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন।

আরো পড়ুন:

আসাদুজ্জামান রিপন বলেন, “ভারতে বসে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে নানা ষড়যন্ত্র ও অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আওয়ামী লীগের নেতারা। তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে তাদের সব অপশক্তি মোকাবিলা করতে হবে।”

সুবিধাবাদীদের কখনোই বিএনপিতে ঠাঁই হবে না জানিয়ে তিনি বলেন, “বিএনপির নাম ভাঙিয়ে দখলবাজি ও চাঁদাবাজি করলে কাউকে চুল পরিমাণ ছাড় দেওয়া হবে না। ৫ আগস্ট সরকার পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার নতুন দিগন্তের সূচনা ঘটেছে। ফলে অতীতের মতো দলীয় অপকর্ম মানুষ এখন দেখতে চায় না। তাই ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষের অধিকার নিশ্চিত করতে কাজ করা জরুরি।”

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়