ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ২ কারারক্ষী আটক

সাতক্ষীরা প্রতিনিধি    || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৪, ৭ ডিসেম্বর ২০২৪  
ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, ২ কারারক্ষী আটক

গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে চাঁদাবাজি চেষ্টার অভিযোগে সাতক্ষীরা জেলা কারাগারে কর্মরত দুই কারারক্ষীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের ওপর থেকে তাদের আটক করা হয়।

শনিবার (৭ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক কারারক্ষীরা হলেন- ঝিনাইদহ জেলার বালাপাড়া গ্রামের মো. মোয়াজ্জেম হোসেনের ছেলে মো. মামুন চৌধুরী (২৮)। কারারক্ষী নং-৪৩০৪৬। একই জেলার শৈলকুপা থানার ডাউটিয়া গ্রামের মো. ডব্লিউ বিশ্বাসের ছেলে মো. রাজন বিশ্বাস (২৯)। কারারক্ষী নং-৪২৮৮৮।

আরো পড়ুন:

সাতক্ষীরা জেলা পুলিশের গোয়েন্দা শাখা থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে সদর থানার রাজনগর গ্রামের গুরুর মোড় সংলগ্ন বেত্রাবর্তী খালের ব্রিজের উপর এক মাদক কারবারিকে আটক করেন দুই কারারক্ষী। এরপর তারা ওই ব্যক্তির কাছ থেকে অবৈধ অর্থ লাভের উদ্দেশে সেখানে অবস্থান করেন। গতিবিধি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা জেলা গোয়েন্দা পুলিশকে খবর দেয়। পরবর্তীকালে পুলিশ এসে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করলে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়।

তখন গোয়েন্দা পুলিশ স্থানীয়দের উপস্থিতিতে তাদের নিয়ে তাদের কাছে থাকা এক জোড়া হ্যান্ডকাফ ও ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করে সাতক্ষীরা ডিবি কার্যালয়ে নেওয়া হয়। এ বিষয়ে সাতক্ষীরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে। 

জেলা গোয়েন্দা শাখার ওসি মোল্লা নাজিম উদ্দীন জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়