ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় বাসের ধাক্কায় অটো‌রিকশা‌চালকসহ নিহত ২

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১২, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:১৯, ৮ ডিসেম্বর ২০২৪
বগুড়ায় বাসের ধাক্কায় অটো‌রিকশা‌চালকসহ নিহত ২

বগুড়ার নন্দীগ্রামে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটো‌রিকশা‌চালকসহ দুইজন নিহত হ‌য়েছেন। এ সময় আহত হ‌য়ে‌ছেন আরও ৩ জন। 

নিহত অটো‌রিকশা‌চালকের নাম শ্রী জিতেন্দ্রনাথ সাহা (৫৫)। তিনি নন্দীগ্রাম উপজেলার সদর ইউনিয়নের মৃত হরেন্দ্রনাথ সাহার ছেলে। নিহত অপর জ‌নে‌র পরিচয় এখনো পাওয়া যায়নি। 

শনিবার (৭ ডিসেম্বর) রাতে নন্দীগ্রাম উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কের রানা চত্বর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, অ‌টো‌রিকশাটি যাত্রী নিয়ে নন্দীগ্রাম থে‌কে রণবাঘার দিকে যাচ্ছিল। প‌থিম‌ধ্যে কালিকাপুর নামক স্থানে পৌঁছ‌লে রাজশাহী থেকে বগুড়াগামী অজ্ঞাত একটি বাস অটোরিকশা‌টি‌কে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা‌চালকসহ দুইজন নিহত হয়। এ সময় অটোরিকশা‌তে থাকা মা ও শিশুসহ আরো ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। পরে নন্দীগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

রাতে সংশ্লিষ্ট কুন্দারহাট হাইওয়ে থানার ইনচার্জ মনোয়ারুজ্জামান ব‌লেন, “নিহ‌তদের লাশ কুন্দার হাইওয়ে ফাঁড়ি থানায় আনা হয়েছে। একজ‌নে‌র প‌রিচয় পাওয়া যায়‌নি। আইনি প্রক্রিয়া শে‌ষে লাশ প‌রিবারের কাছে হস্তান্ত‌র করা হ‌বে।” 

ঢাকা/এনাম/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়