ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪২, ৮ ডিসেম্বর ২০২৪  
দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে ফেনীতে যুবদলের বিক্ষোভ

ফেনীতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ফেনী সদর উপজেলা যুবদলের নেতাকর্মীরা।

শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টার থেকে মিছিলটি শুরু হয়। পরে মডেল থানা, বড় মসজিদ প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফাজিলপুরে একটি ঘটনাকে কেন্দ্র করে ছাত্র হত্যা মামলার আসামি আওয়ামী সন্ত্রাসী অবৈধ চেয়ারম্যান মুজিবুল হক রিপনের অন্যতম সহযোগী মহিপাল গণহত্যার অর্থের যোগানদাতা আমজাদ হোসেন রানার একটি মিথ্যা মামলা দায়ের করেন। মামলায় ফেনী সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মীর সবুজ, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সম্পাদক সজীব ইসলাম পাটোয়ারী, জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন, ফেনী সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমাম সিদ্দিকীকে আসামি করা হয়েছে। মামলায় গ্রেপ্তার সদর উপজেলা যুবদলের সদস্য কামরুল ইসলামের মুক্তি ও হয়রানিমূলক এ মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

এসময় জেলা যুবদলের সহ-সভাপতি গিয়াস উদ্দিন খন্দকার, আতিকুর রহমান মামুন, যুগ্ম সম্পাদক বেলাল হোসাইন, রাসেল পাটোয়ারী, শিল্প ও কর্মসংস্থান সম্পাদক মুন্মী কামরুল, সহ-প্রচার সম্পাদক টুটুল চন্দ্র, সদর থানা আহ্বায়ক নিজাম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রাহাত সওদাগর, ইস্রাফিল মাসুদ, পৌর যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন বাবলু, সদস্য সচিব নিজাম উদ্দিন সোহাগ, যুগ্ম আহ্বায়ক ডালিমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ঢাকা/সাহাব উদ্দিন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়