ঢাকা     বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

বরিশালে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:২৩, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:৫০, ৮ ডিসেম্বর ২০২৪
বরিশালে ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফাইল ফটো

বরিশালের মুলাদীতে শ্যালো ইঞ্জিনচালিত মালবাহী ট্রলির ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মুলাদী-বরিশাল মহাসড়কের কাজিরচর ইউনিয়নের চরকমিশনার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কামাল (৪২) এবং আ. রাজ্জাকের ছেলে হুমায়ুন কবির (৪০)।

মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম বলেন, ‘‘হুমায়ুন ও কামাল মোটরসাইকেল নিয়ে হিজলা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা ইট বহনকারী ট্রলির সঙ্গে ধাক্কা লাগলে মোটরসাইকেলে থাকা দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

ঢাকা/পলাশ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়