ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

ছেলের মারধরে বাড়ি ছাড়া বৃদ্ধ মা-বাবা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১০:৪৫, ৮ ডিসেম্বর ২০২৪
ছেলের মারধরে বাড়ি ছাড়া বৃদ্ধ মা-বাবা

হোসেন মিয়ার তালাবদ্ধ ঘর

ব্রাহ্মণবাড়িয়ায় ছেলের মারধরে বৃদ্ধ হোসেন মিয়া (৮০) ও তার স্ত্রী আয়েশা বেগম (৬৫) বাড়ি থেকে বের হতে বাধ্য হয়েছেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ছেলে রাশেদ মিয়া (৪৮) তাদের বাড়িঘরে তালা ঝুলিয়ে দখলে দিয়েছেন বলেও অভিযোগ। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কোড্ডা গ্রামে।

এ ঘটনায় গত ১৭ অক্টোবর পুলিশ সুপারের কাছে বাড়িতে ফিরতে লিখিত আবেদন করেছেন ভুক্তভোগী দম্পতি। পরে পুলিশ তাদের বাড়িঘরে থাকার ব্যবস্থা করে দেয়।

এর আগে, গত ১ জুলাই রাশেদের বিরুদ্ধে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন তার মা আয়েশা বেগম। ওই মামলায় কারাগারেও যান রাশেদ। পরবর্তীতে জামিনে বের হন তিনি।

এলাকাবাসী জানান, হোসেন মিয়া ও আয়েশা বেগমের চার ছেলের মধ্যে তিন জনই বিদেশে থাকেন। শুধু রাশেদ দেশে থাকনে। স্ত্রীর পরামর্শে রাশেদ আগেই বাবার কাছ থেকে তার ভাগের সম্পত্তি লিখে নেন। কিন্তু, সেই সম্পদ ধরে রাখতে পারেননি; নেশা ও জুয়া খেলে নষ্ট করে ফেলেন। এরপর টাকার জন্য মা-বাবার ওপর নির্যাতন শুরু করেন।

শনিবার (৭ ডিসেম্বর) সরেজমিনে কোড্ডা গ্রামে গিয়ে হোসেন মিয়ার বসতঘর তালাবদ্ধ দেখা যায়। বাড়িতে ছিলেন রাশেদের স্ত্রী রোকসানা। এ সময় তার সঙ্গে কথা বলার চেষ্টা করেন এই প্রতিবেদক। তবে, তিনি কোনো প্রশ্নের উত্তর দেননি।

অভিযোগের বিষয়ে জানতে রাশেদের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি। এমনকি তিনি কোথায় আছেন সেটা জানাতেও অপারগতা প্রকাশ করেন রোকসানা।

স্থানীয় কোড্ডা গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম বলেন, ‘‘বিষয়টি নিয়ে গ্রামে কয়েকবার সালিশ বৈঠক হলেও সমাধান হয়নি। গত কয়েক মাস ধরেই বাড়ি ছাড়া হোসেন মিয়া-আয়েশা বেগম দম্পতি।’’

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘‘বৃদ্ধ দম্পতি অভিযোগ দায়েরের পর তাদের বাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু, পরবর্তীতে আর কোনো কিছু ঘটেছে কি না সেটা আমাদের জানানো হয়নি। খোঁজ নিয়ে পরবর্তীতে ব্যবস্থা নেব।’’

ঢাকা/রুবেল/রাজীব


সর্বশেষ

পাঠকপ্রিয়