ঢাকা     সোমবার   ৩০ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১৬ ১৪৩১

নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৩, ৮ ডিসেম্বর ২০২৪  
নড়াইলে পুলিশের কাছ থেকে হাতকড়াসহ আসামি ছিনতাই

ছাব্বির আহমেদ শেখ। ফাইল ফটো

নড়াইলের কালিয়ায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্বজনদের বিরুদ্ধে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ওই আসামির নাম ছাব্বির আহমেদ শেখ (২৭)। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর গ্রামের আলিম শেখের ছেলে।

পুলিশ জানায়, কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার আসামি ছাব্বির আহমেদ শেখকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছিল। পথে স্বজনেরা পুলিশের গতিরোধ করে হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

আরো পড়ুন:

কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘ছিনতাই হওয়া আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।’’

ঢাকা/শরিফুল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়