ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৩, ৮ ডিসেম্বর ২০২৪
স্বাধীন বাংলা ফুটবল দলের খোকন আর নেই

ফজলে সাদাইন খোকন। ফাইল ফটো

স্বাধীন বাংলা ফুটবল দলের মিডফিল্ডার ফজলে সাদাইন খোকন আর নেই। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এক বিবৃতিতে সাদাইন খোকনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে সাদাইন খোকন স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

খোকন রাজশাহী নগরের হেতেমখাঁ মহল্লার বাসিন্দা ছিলেন। মৃত্যুর পর তার মরদেহ রাজশাহী আনা হয়।

খেলোয়াড়ি জীবনে খোকন আবাহনী ক্রীড়া চক্র, বিআরটিসির মতো ক্লাবে খেলেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ফুটবল চালিয়ে গেলেও আর জাতীয় দলে ডাক পাননি। অবসরের পর খেলাধুলার সঙ্গে সেভাবে সম্পৃক্ত ছিলেন না। কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি।

গত নভেম্বরে দুই দফায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন লাইফ সাপোর্টে।

তখন চিকিৎসকেরা জানিয়েছিলেন, ডায়াবেটিস, শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ, লবণের স্বল্পতাসহ বার্ধক্যজনিত নানা সমস্যা রয়েছে তার। একবার স্ট্রোকও করেছিলেন এই বীর মুক্তিযোদ্ধা।

ফজলে সাদাইন খোকনের মৃত্যুতে শোক জানিয়েছে বাফুফে। বিজ্ঞপ্তিতে বাফুফের সভাপতিসহ অন্যরা গভীর শোক প্রকাশ করেন। তারা খোকনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা/কেয়া/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়