আদালত প্রাঙ্গণে সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণকে ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম
আদালত থেকে কারাগারে নেওয়ার পথে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণের উপর ডিম নিক্ষেপ করেছে সাধারণ জনতা। এ সময় ঝাড়ু নিয়েও তার ওপর আক্রমণ করা হয়। পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে ওঠালে বিক্ষুব্ধ জনতা পিজন ভ্যানে লাথি ও ঢিল ছুড়তে থাকে।
রবিবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৭ টার দিকে পৃথক একটি মামলায় হাজিরা দেওয়ার জন্য আদালতে আনা হয়। পরে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। সেখান হতে বের হওয়ার পথে এ ঘটনা ঘটে।
এদিকে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ফাঁসির দাবিতে মিছিল ও বিক্ষোভ করে বিএনপি একাংশ। বিক্ষোভ শেষে গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আ ক ম মোফাজ্জল হোসেন বলেন, “এই আওয়ামী লীগের দোসর কিরণের কারণে আমাদের নেতা প্রয়াত মান্নান স্যার মেয়র নির্বাচিত হয়েও দায়িত্ব পালন করতে পারেননি। আমরা এই খুনি, দোসর কিরণের ফাসি চাই।”
প্রত্যক্ষদর্শীরা জানান, আসাদুর রহমান কিরণকে আদালত পাড়ার গারদ খানার সামনে পিজন ভ্যানের দিকে নিয়ে আসছিলেন। এমন সময় আশপাশে দাঁড়িয়ে থাকা কিছু লোকজন স্লোগান দিয়ে তার উপর ডিম নিক্ষেপ করে। এসময় আরও কিছু লোক এসে ঢিল ছুড়ে ও তাকে উদ্দেশ্য করে ঝাড়ু প্রদর্শন করে। পরে পুলিশ দ্রুত তাকে পিজন ভ্যানে তুলে প্রস্থান করে।
এরআগে গত ১৮ নভেম্বর রাতে যশোরের শার্শা সীমান্তে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণকে গ্রেপ্তার করে বিজিবি।
ঢাকা/রেজাউল/টিপু