ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

বগুড়ায় ধান নিয়ে দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়া প্রতি‌নি‌ধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪২, ৮ ডিসেম্বর ২০২৪  
বগুড়ায় ধান নিয়ে দ্বন্দ্বে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ

বগুড়ার গাবতলীতে জমির ধান ভাগাভাগি করা নিয়ে দ্বন্দ্বের জেরে সজল মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। 

রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার সুখানপুকুর ইউনিয়নের তেলিহাটা দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সজল ওই গ্রা‌মের মিহির খোকার ছেলে। এ ঘটনায় আরও দুজন আহত হয়ে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

আহতরা হলেন- তেলিহারা গ্রামের মো. সোহেল রানা (৩২) ও মো. রুবেল (৫০)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তেলিহারা গ্রামে সজলের সঙ্গে সিরাজ ও তার ছেলে জনির জমির ধান ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব বাধে। এ সময় দুই পক্ষের মারামারি শুরু হলে লাঠির আঘাতে সজল ঘটনাস্থলে নিহত হন। আর ছুরিকাঘাতে সোহেল ও রুবেল আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। 

বিষয়টি নিশ্চিত করে গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, “ধান ভাগাভাগি নিয়ে মারামারিতে একজন নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় আরো বিস্তারিত খবর পরে জানানো হবে।”

ঢাকা/এনাম/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়