ঢাকা     বুধবার   ১৮ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৩ ১৪৩১

মৌলভীবাজার অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে ২ নারীর মৃত্যু

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২৩, ৮ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৫:২৬, ৮ ডিসেম্বর ২০২৪
মৌলভীবাজার অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে ২ নারীর মৃত্যু

মৌলভীবাজারে বসতঘরে অগ্নিকাণ্ডে শ্বাসরুদ্ধ হয়ে ২ নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার ১১ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মেহেরুন্নেসা (৬৫) ও ফুলেছা বেগম  (৬০)। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘আগুন লাগার খবর খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মেহেরুন্নেসা ও ফুলেছা বেগমকে অচেতন অবস্থায় উদ্ধার করে। দ্রুত তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন।’’

আরো পড়ুন:

তিনি আরো বলেন, ‘‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।’’

ঢাকা/আজিজ/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়