স্মৃতিসৌধে ৮ দিন দর্শনার্থীদের প্রবেশ নিষেধ
সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
জাতীয় স্মৃতিসৌধ
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্য্য বর্ধন কাজের জন্য সাভারের জাতীয় স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে সৌধ কর্তৃপক্ষ।
রবিবার (৮ ডিসেম্বর) সাভারের জাতীয় স্মৃতিসৌধের মূল ফটকে এ সংক্রান্ত একটি নোটিস টানিয়ে দেওয়া হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে ভিভিআইপির নিরাপত্তা এবং স্মৃতিসৌধ প্রাঙ্গণ পরিস্কার-পরিচ্ছন্নতা কাজের জন্য সকল প্রকার দর্শনার্থীর প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে বলে জানায় গণপূর্ত বিভাগ।
নোটিসে বলা হয়েছে, মহান বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা ও ভিআইপি নিরাপত্তার জন্য ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সব ধরনের দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।
ঢাকা/সাব্বির/সনি