ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৪, ৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৮:৪৭, ৯ ডিসেম্বর ২০২৪
১০ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

উত্তরের জেলা পঞ্চগড়ে বেড়েছে শীতের প্রকোপ। হিমেল বাতাস আর ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবন। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ওঠানামা করছে ১০-১২ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

সোমবার (৯ ডিসেম্বর) ভোর ৬ টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। 

এর আগে, রোববার সকাল ৯টায় এখানে রেকর্ড হয়েছিলো ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, হাড়কাঁপানো শীতে জুবুথুবু অবস্থা জনজীবনেও। কনকনে শীত আর হিমেল বাতাস সহজেই কাবু করছে এখানকার জনজীবন। দুর্ভোগ বেড়েছে খেটে খাওয়া শ্রমজীবী মানুষের। রাত থেকে সকাল অবধি ঘন কুয়াশায় ঢাকা থাকে পথঘাট। বিশেষ করে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা কিছুটা বাড়লেও বিকেলের পর থেকে আবারও বাড়ছে শীতের দাপট। বিপাকে যানবাহন চালকরাও। তাদেরকে সকালের দিকেও হেডলাইট জ্বালিয়ে সাবধানে চলাচল করতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক জিতেন্দ্রনাথ রায় বলেন, গতকালের চেয়ে দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমেছে। আজকে বাতাসের আর্দ্রতা ছিলো ৯৯ শতাংশ। তাপমাত্রা আরও কমবে বলেও জানান তিনি।

ঢাকা/নাঈম/টিপু 

সর্বশেষ

পাঠকপ্রিয়