ছবি তুলতে গিয়ে নদীতে পড়ে কলেজছাত্রের মৃত্যু
বরিশাল সংবাদদাতা || রাইজিংবিডি.কম

ফাইল ফটো
ছবি তোলার সময় পা পিছলে কীর্তনখোলা নদীতে পড়ে নিখোঁজ হন কলেজছাত্র আবির হাসান হিরা (১৭)। প্রায় দেড় ঘণ্টা পর ফায়ার সার্ভিস সদস্যরা তার মরদেহ উদ্ধার করে।
রবিবার (৮ ডিসেম্বর) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বিনোদনকেন্দ্র ভাঙা এলাকায় এ ঘটনা ঘটে। আবির হাসান হিরা পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মো. রাশেদের ছেলে ও বরিশাল নগরীর অমৃত লাল দে কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিখোঁজ কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’’
নিহতের সহপাঠী হৃদয় বলেন, ‘‘চার বন্ধু নদীর পাশের ব্লকে ছবি তোলার জন্য উঠি। এ সময় পা পিছলে নদীতে পড়ে নিখোঁজ হয় হিরা। পরে ফায়ার সার্ভিস সদস্যরা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।’’
ঢাকা/পলাশ/রাজীব