ঢাকা     বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১১ ১৪৩১

হাকিমপুরে ইউপি চেয়ারম্যান সুফিয়ান গ্রেপ্তার 

দিনাজপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৬, ৯ ডিসেম্বর ২০২৪  
হাকিমপুরে ইউপি চেয়ারম্যান সুফিয়ান গ্রেপ্তার 

গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ৯টার দিকে আলীহাট ইউনিয়নের কাশিয়াডাংগা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৯ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুজন মিঞা।  

গ্রেপ্তার আবু সুফিয়ান আলীহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি কাশিয়াডাংগা গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে। 

আরো পড়ুন:

ওসি সুজন মিঞা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আবু সুফিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি আলীহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

ঢাক/মোসলেম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়