রংপুরে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৩ দিনের মেলা
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে শুরু হয়েছে তিন দিনব্যাপী মেলা। দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে বেগম রোকেয়ার নাম ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে পায়রাবন্দ বেগম রোকেয়া অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নাম ফলকে শ্রদ্ধা জানান- রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, রোকেয়া স্মৃতি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবিত করিম মুন্না, রোকেয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম দুলাল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবারের মত এবারো বেগম রোকেয়ার জন্মস্থান পায়রাবন্দে ৯ ডিসেম্বর থেকে তিন দিনব্যাপী আয়োজন করা হয়েছে রোকেয়া মেলা। মেলায় বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম, সেমিনার এবং নারীদের উন্নয়নমূলক প্রদর্শনী অন্তর্ভুক্ত রয়েছে। মেলায় ৩০০’র বেশি স্টল ও দোকান বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছে। পায়রাবন্দে আয়োজিত এই মেলায় স্থানীয় জনগণ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। মেলা প্রাঙ্গণে বেগম রোকেয়ার জীবন ও আদর্শের ওপর ভিত্তি করে বিশেষ প্রদর্শনী ও আলোকচিত্র প্রদর্শনী হবে।
মেলার আয়োজক আব্দুর রউফ ও শহীদুল ইসলাম জানান, বেগম রোকেয়ার আদর্শ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মেলার দ্বিতীয় দিন রয়েছে সেমিনার। সেখানে নারীদের ক্ষমতায়ন এবং শিক্ষার গুরুত্ব নিয়ে বিশিষ্ট ব্যক্তিত্বরা আলোচনা করবেন। শেষ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন শেষ হবে।
প্রসঙ্গত, বেগম রোকেয়া ১৮৮০ সালের ৯ ডিসেম্বর রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন। রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়ে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।
ঢাকা/আমিরুল/মাসুদ