ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ ২ নারীর বিরুদ্ধে 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১০, ৯ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৩৫, ৯ ডিসেম্বর ২০২৪
ট্রাফিক পুলিশকে মারধরের অভিযোগ ২ নারীর বিরুদ্ধে 

দায়িত্ব পালনরত ট্রাফিক পুলিশের এক সদস্যের ওপর সোমবার কুষ্টিয়া রেলস্টেশন মোড় এলাকায় হামলা চালান দুই নারী

কুষ্টিয়া শহরে দায়িত্বরত অবস্থায় নাজমুল হোসেন নামে ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করেছেন দুইজন নারী বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (৯ ডিসেম্বর) সকালের দিকে কুষ্টিয়া শহরের রেলস্টেশন মোড়ে ঘটনাটি ঘটে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাটি সম্পর্কে জানতে মারধরের শিকার ট্রাফিক পুলিশ সদস্য নাজমুল হোসেনকে পাওয়া যায়নি।

আরো পড়ুন:

বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক পুলিশের ইনচার্জ (টিআই) সাজ্জাদ হোসেন বলেন, “সকালে দুই নারী ট্রাফিক পুলিশের এক সদস্যকে মারধর করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।” কী কারণে এবং কারা ট্রাফিক পুলিশ সদস্যকে মারধর করেছে সে তথ্য দিতে পারেননি তিনি। 

কুষ্টিয়া মডেল থানার ওসি শিহাবুর রহমান শিহাব বলেন, “বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে দেখছি।” 

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়