পলাশবাড়ী উপজেলা আ.লীগ সভাপতি লিপন গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
গ্রেপ্তার উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (৮ ডিসেম্বর) রাতে রাজধানী ঢাকার মৌচাক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
লাইছুর রহমান জানান, গত ২৪ আগস্ট পলাশবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোতালেব সরকার বকুল বাদী হয়ে বিস্ফোরক আইনে মামলা করেন। সেই মামলার অন্যতম আসামি উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মৌচাক এলাকা থেকে গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার লিপন পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিণমারী গ্রামের মৃত আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। সংশ্লিষ্ট মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর লিপনসহ উপজেলা আওয়ামী লীগের বেশিরভাগ নেতা আত্মগোপনে চলে যান।
ঢাকা/মাসুম/বকুল