বাবা-ছেলেসহ চাঁপাইনবাবগঞ্জের সড়কে ৪ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ, গোমস্তাপুর ও চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ চার জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহলাবাড়িতে বাবা-ছেলে, দুপুরে গোমস্তাপুরের রহনপুর ইউনিয়নের তেঁতুলতলা এলাকায় দুর্ঘটনায় একজন মারা যান। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় ট্রাকের ধাক্কায় মারা যান অপর একজন।
শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া বলেন, মোটরসাইকেলে কানসাট থেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন মো. মিজানুর রহমান (৪৫) ও তার ছেলে সাগর আলী (১৮)। বহলাবড়িতে ট্রাকের সঙ্গে তাদের বহনকারী মোটরসাইকেলটির ধাক্কা লাগে। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া মিজানুর রহমান শিবগঞ্জ উপজেলার কালিনগর-লক্ষ্মীপুর এলাকার তুফানি মন্ডলের ছেলে। নিহত সাগর আলী মিজানুর রহমানের ছেলে।
গোমস্তাপুর থানার ওসি খায়রুল বাসার বলেন, নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যান নিয়ে রহনপুরের দিকে যাচ্ছিলেন বাবর আলী (২৮)। তেঁতুলতলায় পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে বাবর আলী ঘটনাস্থলেই মারা যান।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি রইস উদ্দীন বলেন, পৌর এলাকার হরিপুরে আজ বিকেলে ট্রাকের ধাক্কায় রাজু আহমেদ নামে এক মোটরসাইকেল আরোহী মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন সাগর নামে আরেকজন। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা/মেহেদী/মাসুদ