ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

পাঁচ টাকার জন্য সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৫

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৩, ৯ ডিসেম্বর ২০২৪  
পাঁচ টাকার জন্য সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ৫

হবিগঞ্জের বাহুবলে ইজিবাইক ভাড়ার পাঁচ টাকা কম দেওয়াকে কেন্দ্র করে চার গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বাহুবল মডেল থানা পুলিশ গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করে। তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাহুবল মডেল থানার ওসি জাহিদুর রহমান বলেন, “সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি। পাঁচ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।”

আরো পড়ুন:

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার বাহুবল উপজেলার সাতপাড়িয়া গ্রামের আব্দুল হান্নান (৫০), মোস্তফা মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫), উস্তার মিয়া (২৮) ও কবিরপুর গ্রামের সাগর মিয়া (২০)।

ওসি জাহিদুর রহমান জানান, গতকাল রবিবার সকালে কবিরপুর গ্রামের এক যাত্রী সাতপাড়িয়া গ্রামের ইজিবাইকে ওঠেন। গন্তব্যে যাওয়ার পর যাত্রী ইজিবাইক চালককে ১০ টাকা ভাড়া দেন। তবে চালক ১৫ টাকা দাবি করেন। এ নিয়ে দুজনের মধ্যে হাতাহাতি হয়। একপর্যায়ে বিষয়টি উভয় গ্রামের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে গ্রামবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কবিরপুর গ্রামের পক্ষে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়ায় ভেড়াখাল গ্রাম ও সাতপাড়িয়া গ্রামের পক্ষে অবস্থান নেয় বহরুয়া গ্রাম। সংঘর্ষ চলাকালে পুলিশসহ অন্তত শতাধিক লোক আহত হন। খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঢাকা/মামুন/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়