ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোলে পদযাত্রা

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৮, ৯ ডিসেম্বর ২০২৪  
বিজেপি নেতার মিথ্যাচারের প্রতিবাদে বেনাপোলে পদযাত্রা

সোমবার দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রা শুরু হয়

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের বিজেপি নেতা শুবেন্দুর মন্তব্য এবং মিথ্যাচারের প্রতিবাদে যশোরের বেনাপোলে পদযাত্রা করেছে বৈষম্যবিরোধী ছাত্র সমাজ। 

সোমবার (৯ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বলফিল্ড মাঠ থেকে পদযাত্রা শুরু হয়। পরে সেটি চেকপোষ্টে গিয়ে শেষ হয়। এসময় আন্দোলনকারীদের নানা ধরনের স্লোগন দিতে শোনা যায়।

পদযাত্রায় বক্তারা বলেন, ভারতীয় মিডিয়া এবং দেশটির কিছু উগ্রবাদী মানুষ নানাভাবে মিথ্যাচার করে ভারত ও বাংলাদেশের মধ্যকার সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছেন। বাংলাদেশের হিন্দু-মুসলিম-বৌদ্ধ-খিস্টান সবাই ভাই ভাই। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। তাই কোনো উস্কানিতেই দুই দেশের সম্পর্কের ফাটল ধরানো যাবে না। 

পদযাত্রায় নেতৃত্ব দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি, সাদমান সাকিব রাদ প্রমুখ।

ঢাকা/রিটন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়