ফেনীতে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্সের অভিযান
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফেনীর পরশুরামে মুহুরী নদীতে অবৈধভাবে মেশিন দিয়ে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৫টি মেশিন ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর ১২টা থেকে পরশুরাম উপজেলার বাউরখুমা এলাকায় ফেনী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত ৩৫টি মেশিন, উত্তোলিত বালু ও বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।
এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, ‘‘জব্দকৃত মেশিন ও বালুর আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। জব্দকৃত বালু ও মেশিন উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান বন্ধ, অবৈধ অনুপ্রবেশ ও সীমান্তবর্তী নদী হতে অবৈধ বালু উত্তোলনের বিষয়ে বিজিবির নানা তৎপরতা অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
এ সময় পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খাঁন, পরশুরাম মডেল থানা পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।
ফেনী/সাহাব/সাইফ