ঢাকা     সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ১ ১৪৩১

মঙ্গলবার কাজে ফিরছে চা শ্রমিকেরা

মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩২, ৯ ডিসেম্বর ২০২৪  
মঙ্গলবার কাজে ফিরছে চা শ্রমিকেরা

আজ ১১৫০ জন শ্রমিকের দুই সপ্তাহের মজুরি দেওয়া হয়

অবশেষে আজ সোমবার (৯ ডিসেম্বর) বিকালে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাসহ ন্যাশনাল টি কোম্পানির (এনটিসি) চা বাগানের সকল শ্রমিকের বকেয়া ছয় সপ্তাহের মধ্যে দুই সপ্তাহের মজুরি দেওয়া হয়েছে। 

সন্ধ্যায় উপজেলার মাধবপুর চা বাগানের ১ হাজার ১৫০ জন শ্রমিকের দুই সপ্তাহের মজুরি ২৩৮০ টাকা করে দেওয়া হয়। বকেয়া মজুরির দাবিতে গত তিন মাস ধরে চা শ্রমিকরা কাজে যোগ না দিয়ে আন্দোলন করে আসছে। 

গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বকেয়া মজুরি পাওয়ার পর শুক্রবার থেকে কাজে যোগ দেওয়ার সিদ্ধান্ত ছিল। কিন্তু বাংলাদেশ ব্যাংকের অনাপত্তিপত্র না পাওয়ায় বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়নি। ফলে শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া সম্ভব হয়নি। এতে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের ফাঁড়িসহ ১৯টি চা বাগানের চা শ্রমিকরা কাজে যোগ দেয়নি। 

আরো পড়ুন:

চা শ্রমিকরা মজুরি না পেয়ে টানা ১২ সপ্তাহ ধরে ন্যাশনাল টি কোম্পানির ১৯টি বাগানে সব ধরনের কাজ বন্ধ করে দেয়। এতে সরকার নিয়ন্ত্রিত এ বাগানগুলো অচল হয়ে পড়ে।

ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড এর ডেপুটি জেনারেল ম্যানেজার শফিকুর রহমান মুন্না বলেন, সোমবার বিকেলে চা শ্রমিকদের বকেয়া মজুরি দেওয়া শুরু করা হয়েছে, মঙ্গলবার থেকে চা শ্রমিকরা কাজে যোগ দেবে। 

তিনি আরও বলেন, ভরা মৌসুমে এসে চা শ্রমিকরা চা পাতা চয়ন না করায় চা উৎপাদন বন্ধ রয়েছে। এতে করে ন্যাশনাল টি কোম্পানির ফাঁড়িসহ দেশের ১৯টি চা বাগান মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে। কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়ছে ন্যশনাল টি কোম্পানি। এটা এখন কোম্পানির জন্য মরার উপর খরার ঘাঁর মতো হয়ে দাঁড়িয়েছে। 
 

ঢাকা/আজিজ/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়