৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু
মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল তিন ঘণ্টা বন্ধ থাকার পর ফের চালু করেছে বিআইডব্লিউটিসি।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা ২০ মিনিটে নদী পথে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ভোরের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরির দিক-নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হতে শুরু করে। এ নৌরুটে সকাল ৬টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়। পরে সকাল ৯টার দিকে কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৯টা ২০ মিনিটে ফেরি চলাচল শুরু হয়।”
তিনি আরো বলেন, “এ নৌরুটে যানবাহন ও যাত্রী পারাপারে ১৭টি ফেরি চলাচল করছে। ফেরি বন্ধ থাকলেও ঘাট এলাকায় বাড়তি যানবাহনের চাপ নেই।”
ঢাকা/চন্দন/ইমন