মুন্সীগঞ্জে নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মুন্সীগঞ্জের গজারিয়ায় টিটু মিয়া (১৬) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের জয়নাল সরকারের নির্মাণাধীন ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত টিটু মিয়া হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা ইউনিয়নের জলসুখা গ্রামের মান্নান মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়নাল সরকারের ভবন নির্মাণের কাজ করছিলেন টিটুসহ কয়েকজন শ্রমিক। মঙ্গলবার সকাল ৭টার দিকে অন্য শ্রমিকদের রেখে টিটু আগে কাজে চলে আসে। সকাল ৯টার দিকে বাড়ির মালিক নাস্তা দিতে গিয়ে দেখেন টিটুর মরদেহ ফ্যানের হুকের সাথে ঝুলছিল। বিষয়টি আশেপাশের লোকজন এবং টিটুর স্বজনদের জানান। পরে খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করেন।
নিহতের চাচাতো ভাই রাস মিয়া জানান, কয়েকদিন ধরে টিটু মুঠোফোনে কোনো এক মেয়ের সাথে কথা বলতেন। তার আত্মহত্যার পেছনে প্রেম ঘটিত কোনো ব্যাপার থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিষয়টি সম্পর্কে গজারিয়া থানার অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান বলেন, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি আমাদের কাছে আত্মহত্যা বলে মনে হয়েছে। বিস্তারিত পরে বলা যাবে।”
ঢাকা/রতন/ইমন