ঢাকা     শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪ ||  পৌষ ৭ ১৪৩১

নড়াইলে সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা

নড়াইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৬:৫৬, ১০ ডিসেম্বর ২০২৪
নড়াইলে সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় মামলা

নড়াইলের কালিয়া উপজেলায় সাংবাদিককে লাঞ্চিত করার ঘটনায় কালিয়া থানায় মামলা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মামলাটি করেন সাংবাদিক এস এম হাফিজুল করিম নীলু। তিনি মোহনা টেলিভিশন ও অনলাইন নিউজপোর্টাল জাগোনিউজের নড়াইল প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছে। তিনি নড়াইল সদর উপজেলায় বসবাস করেন। 

মামলার আসামি দুইজন হলেন, কালিয়া পৌর যুবদলের সদস্য সচিব পল্টু ও তার ভাই খসরুল ইসলাম। এছাড়া ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামিরা বিভিন্ন সময়ে কালিয়া থানার বেন্দা এলাকার ফেরিঘাটের পাশে সরকারি জায়গায় অবৈধভাবে বালি রেখে বালু ব্যবসা করে আসছিল। এ নিয়ে হাফিজুল করিম নীলুসহ অন্যান্য সাংবাদিকরা গত ২৪ নভেম্বর বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেন। এর জেরে গত ৪ ডিসেম্বর বিকেলে কেন্দ্রীয় যুবদলের নেতাকর্মীদের গণসংযোগ কর্মসূচির সংবাদ সংগ্রহ করে ফেরার পথে কালিয়া থানার বেন্দা ফেরিঘাট এলাকায় আসামিরা দেশীয় অস্ত্র দিয়ে হাফিজুল করিমকে মারধর করে ও নগদ টাকা মোটরসাইকেল ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় যায়।

আরো পড়ুন:

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে বলেন, সাংবাদিক হাফিজুল করিম নীলুর মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়