৭৯ নাবিকসহ ২ বাংলাদেশি জাহাজ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

জাহাজ দুটির স্যাটেলাইট চিত্র
ভারতীয় কোস্ট গার্ড কর্তৃক বাংলাদেশের সমুদ্রসীমা থেকে ৭৯ নাবিকসহ বাংলাদেশি দুটি মাছ ধরার জাহাজ ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। জাহাজ দুটি ভারতের উড়িষ্যা উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানা গেছে। জাহাজ দুটির নাম এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২।
খুলনার মোংলা বন্দরের হিরন পয়েন্টের অদূরে ফেয়ারওয়ে বয়া সংলগ্ন এলাকা হতে সোমবার (৯ ডিসেম্বর) এফভি মেঘনা-৫ ও এফভি লায়লা-২ নামে ওই দুটি জাহাজ ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায়।
এফভি লায়লা-২ ফিশিং জাহাজের মালিক চট্টগ্রামের সিদ্দিকুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মেঘনা-৫ ফিশিং জাহাজের সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেডের ব্যবস্থাপক (অপারেশন) আনসারুল হক মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে বলেন, “জাহাজের নাবিকরা আমাদের সাথে যোগাযোগ করে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটকের কথা জানিয়েছে। আমরা বিষয়টি সামুদ্রিক মৎস্য অধিদপ্তরে লিখিতভাবে জানিয়েছি। সবশেষ খবর পেয়েছি, জাহাজ দুটিকে ভারতের উড়িষা উপকূলের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।”
এফভি মেঘনা-৫ এ নাবিকসহ ৩৭ জন ও এফভি লায়লা-২ এ ৪২ জন জেলে রয়েছে। কী কারণে জাহাজগুলো নিয়ে যাওয়া হয়েছে, বা কেন তাদের ধরে নিয়ে যাওয়া হয়েছে তা নিশ্চিত করে বলতে পারেনি জাহাজের মালিকপক্ষ।
নৌ-পরিবহন অধিদপ্তরের ব্যবস্থাপনা পরিচালক কমডোর মোহাম্মদ মাকসুদ আলম বলেন, “ভারতের সমুদ্রসীমার কাছ থেকে জাহাজ দুটি আটক করে নিয়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। কোস্ট গার্ডসহ সরকারি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ওই দেশের সাথে যোগাযোগ করছে। আমরা বিষয়টি নজরে রেখেছি।”
ঢাকা/রেজাউল/সনি