ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ন‌ওগায় ট্রা‌কচাপায় প্রাণ গে‌ল ৩ রং মিস্ত্রির

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৫, ১০ ডিসেম্বর ২০২৪   আপডেট: ২২:১০, ১০ ডিসেম্বর ২০২৪
ন‌ওগায় ট্রা‌কচাপায় প্রাণ গে‌ল ৩ রং মিস্ত্রির

নওগাঁর মান্দায় ট্রা‌কচাপায় তিন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বি‌কেল সা‌ড়ে ৪টার দিকে উপ‌জেলার দেলুয়াবাড়ী-‌চৌবা‌ড়িয়াহাট আঞ্চ‌লিক মহাসড়‌কের বাকাপুর এলাকায় দুর্ঘটনাটি ঘ‌টে। 

নিহতরা হলেন- মান্দা উপজেলার সতিহাট এলাকার বাসিন্দা নুর আলম, মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে শাকিল হোসেন এবং কালুশহর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জাহিদুল ইসলাম। তারা পেশায় রং মি‌স্ত্রি ছি‌লেন। 

পুলিশ জানায়, নিহত তিনজন কাজ‌ শে‌ষে উপজেলার চৌবাড়িয়াহাট এলাকা থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। দেলুয়াবাড়ী-‌চৌবা‌ড়িয়াহাট আঞ্চ‌লিক মহাসড়‌কের বাকাপুর এলাকায় একটি ট্রাক তা‌দের মোটরসাইকেলকে সাম‌নে থে‌কে চাপা দেয়। এসময় শা‌কিল হো‌সেন ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার ক‌রে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখা‌নে কর্তব্যরক চি‌কিৎসক জাহিদুল ও নুর আলমকে মৃত ঘোষণা ক‌রেন। 

আরো পড়ুন:

মান্দা থানার ওসি মুনছুর রহমান বলেন, ‍“আমরা জান‌তে পে‌রে‌ছি তারা তিনজনই রঙের কাজ কর‌তেন। তারা কাজ শে‌ষে বা‌ড়ি ফির‌ছি‌লেন। প‌থিম‌ধ্যে এ ঘটনা ঘ‌টে। খবর পে‌য়ে ঘটনাস্থল থে‌কে একজ‌নের মর‌দেহ উদ্ধার করে থানায় আনা হ‌য়ে‌ছে। বাকি দুজ‌নের লাশ রাজশাহী মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়েছে। আইনী প্রক্রিয়া শে‌ষে লাশগু‌লো প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌বে।” 

ঢাকা/এনাম/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়