লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় আবারো বিস্ফোরণ, নিহত ১
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
হাসপাতালের সামনে নিহতের স্বজনদের আহাজারি
লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় ফের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আবুল কালাম (২১) নামে এক বাসযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।
বুধবার (১১ ডিসেম্বর) ভোররাতে লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লীপ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে। নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
নিহত আবুল কালাম পেশায় রংমিস্ত্র ও পৌর শহরের সাহাপুর এলাকার জাকির হোসেনের ছেলে। আহতরা হলেন- নোয়াখালীর কবিরহাট এলাকার বাসিন্দা আবুল হোসেন (৫০) ও স্থানীয় সাহাপুর গ্রামের নাঈম (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে গ্রিন লীপ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে আল মদিনা নামের একটি লোকাল বাস। এ সময় হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে চারিদিকে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই এক জন নিহত ও দুই জন আহত হন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. জয়নাল আবেদীন বলেন, ‘‘বিস্ফোরণে একজনের মাথার খুলি উড়ে গেছে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম রয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের এক জনকে নোয়াখালী ও অপরজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’’
গ্রিন লীপ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার আল-আমিন বলেন, ‘‘বাসটির সিলিন্ডার ত্রুটিযুক্ত ছিল, তাই বিস্ফোরণ ঘটেছে। এতে ঘটনাস্থলেই এক জন নিহত ও দুই জন আহত হয়েছেন।’’
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও, একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।’’
এর আগে, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
ঢাকা/লিটন/রাজীব