চাঁদপুরে বিভিন্ন প্রজাতির এক হাজার কচ্ছপ উদ্ধার
চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
চাঁদপুরে মিঠা পানির কচ্ছপের সবচেয়ে বড় চালান আটকের দাবি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক। মঙ্গলবার (১০ ডিসেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অসীম কুমার মল্লিক বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে শাহরাস্তি উপজেলার দোয়াভাঙ্গা কালীবাড়ি রোড এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে তিন প্রজাতির প্রায় এক হাজার কচ্ছপ উদ্ধার করা হয়েছে।’’
মিঠা পানির কচ্ছপের আটকের তালিকায় এটি সবচেয়ে বড় চালান দাবি করে অসীম কুমার মল্লিক বলেন, ‘‘কুঁচিয়া ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অসাধুচক্র এসব কচ্ছপ শিকার করে ভারতে পাচার করে আসছিলেন। তবে, এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। কচ্ছপগুলো প্রাকৃতিক জলাশয়ে অবমুক্ত করা হবে।’’
ঢাকা/অমরেশ/রাজীব