ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাসে ট্রাকের ধাক্কা, নিহত ২
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাইক্রোবাসে ড্রাম ট্রাকের ধাক্কায় ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। বুধবার (১১ ডিসেম্বর) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের বারগড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নাসিরনগর উপজেলার দাতমন্ডল গ্রামের মৃত লুতু মিয়ার স্ত্রী ফজিলাতুন্নেছা (৭৫) ও মাধবপুর উপজেলার রামপুর গ্রামের মানিক মিয়ার মেয়ে রাইছা (১১ মাস)।
আহতরা হলেন- আবু হানিফ (৪০), রুনা আক্তার (৩৫), সাফিয়া বেগম (৬০), তানভীর (১০), পাবেল মিয়া( ৩০), আব্দুল হামিদ মাসুদ (৬০) ও বিল্লাল হোসেন (৩০)।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারগুব তৌহিদ বলেন, ‘‘সিলেটগামী একটি মাইক্রোবাসকে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই জন নিহত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭ জন। তাদের উদ্ধার করে মাধবপুর সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।’’
ঢাকা/রুবেল/রাজীব