লক্ষ্মীপুরে বাসের সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২
লক্ষ্মীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
দুর্ঘটনাকবলিত বাস
লক্ষ্মীপুরে বাসে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২ জনে দাঁড়িয়েছে। বুধবার (১১ ডিসেম্বর) ভোররাতে লক্ষ্মীপুরের মুক্তিগঞ্জ এলাকার গ্রিন লীপ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবুল কালাম (২১) ও মোহাম্মদ রুবেল (৩৫)। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন। তারা হলেন- আবুল হোসেন (৫০) ও নাঈম (২৪)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোররাতে গ্রিন লীপ সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস নিতে আসে আল মদিনা নামের একটি লোকাল বাস। এ সময় হঠাৎ বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই আবুল কালাম নিহত হন।
লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এর আগেও, একই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেটির মামলা চলমান রয়েছে।’’
এর আগে, গত ১৪ অক্টোবর একই ফিলিং স্টেশনে অপর একটি বাসের সিলিন্ডার বিস্ফোরণে ৩ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন।
ঢাকা/লিটন/রাজীব