বিএনপির আখাউড়া লংমার্চ: ব্রাহ্মণবাড়িয়ায় ঢুকেছে বহর
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
আখাউড়ায় সমাবেশস্থল
‘ভারতীয় আগ্রাসন’র প্রতিবাদে ঢাকা টু আখাউড়া লংমার্চ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টায় ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে লংমার্চ শুরু হয়। লংমার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে (বেলা আড়াইটায়) লংমার্চের গাড়িবহর ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রবেশ করেছে।
এদিকে, সকাল থেকেই লংমার্চস্থলের সামনে জড়ো হয়েছেন উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড, পোস্টার। মাথায় রঙিন টুপি ও জাতীয় পতাকা।
লংমার্চকে কেন্দ্র করে স্থলবন্দরের সামনে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। যাত্রী ছাড়া কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না। অপরদিকে, সীমন্তের শূন্যরেখায় চেকপোস্ট বসিয়েছে বিজিবি।
লংমার্চে রয়েছেন যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সস্পাদক নাছির উদ্দীন নাছিরসহ তিন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
লংমার্চটি ঢাকার ইত্তেফাক মোড়, সাইনবোর্ড, চিটাগাং রোড, কাঁচপুর মোড়, তারাব, ভূলতা, গাউসিয়া, মাধবদী, ইটাখোলা, মরজাল, রারুইচা হয়ে ভৈরবে পথসভা শেষ করে আখাউড়ায় এসে শেষ হবে।
ঢাকা/রুবেল/রাজীব