সাঙ্গু নদী থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রকাশিত: ১৫:০৮, ১১ ডিসেম্বর ২০২৪
বান্দরবানের মধ্যমপাড়া মারমা বাজারের পাশে সাঙ্গু নদী থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন যুবক সাঙ্গু নদীতে গোসলে নামলে অজ্ঞাত এক পুরুষের ভাসমান মরদেহ দেখতে পায়। বান্দরবান সদর থানায় খবর দিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
বান্দরবান সদর থানার ওসি (তদন্ত) মো. আবুল হাশেম বলেন, ‘‘মরদেহটি পাহাড়ি কোনো সম্প্রদায়ের পুরুষের বলে ধারণা করা হচ্ছে। তবে, পরিচয় শনাক্তের পরই এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’’
ঢাকা/চাই মং/রাজীব