হবিগঞ্জে ৩ ভারতীয় গ্রেপ্তার
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাংলাদেশে অনুপ্রবেশ করা তিন ভারতীয় নাগরিক
বাংলাদেশ অনুপ্রবেশ করা তিন ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার মধ্যরাতে গ্রেপ্তারকৃতদের ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়ন থেকে হবিগঞ্জের মাধবপুর থানায় স্থানান্তর করা হয়।
বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, “পাসপোর্ট নিরোধ আইনে মামলা দায়েরের পর তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।”
গ্রেপ্তার ভারতীয়রা হলেন- ত্রিপুরা রাজ্যের আগরতলা রেলস্টশন এলাকার উপেন্দ্র পালের ছেলে প্রদীপ পাল (৫০), আমতলী থানার রাণীর খামার গ্রামের অমূল্য বিশ্বাসের ছেলে অজিৎ বিশ্বাস (৪০) ও সিধাই থানার গোপালনগরের প্রিয়সী মহন দাসের ছেলে সমীর মহন দাস (৩০)।
২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়ন সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভারতের কোনো নাগরিক যেন বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সেজন্য ২৫ বিজিবির সরাইল ব্যাটালিয়নের টহল জোরদার ছিল। তিনজন মাধবপুরে ধর্মঘর সীমান্তের সন্তোষপুর এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। বিজিবি সদস্যরা পিলার নং ১৯৯৭/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তর থেকে তাদের আটক করে।
আটকের পর ভারতীয় নাগরিকরা জানান, ভারতের অভ্যন্তরে ১০৪ বিএসএফ ব্যাটালিয়নের হরণখোলা ক্যাম্পে নিজেদের আঁধার কার্ড জমা দিয়ে ধান কাটা ও ড্রাগন জমি দেখার জন্য তারা বাংলাদেশে এসেছেন। বিজিবি খোঁজ নিয়ে দেখে, প্রকৃতপক্ষে এ এলাকায় কোনো ধান কাটা হচ্ছে না এবং ড্রাগনের বাগানো নেই। তখন তিনজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ড্রাইভিং লাইসেন্স ও ৩৩০ ভারতীয় রুপী জব্দ করা হয়।
ঢাকা/মামুন/মাসুদ