ঢাকা     বুধবার   ১১ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

সমন্বয়কদের গাড়িতে হামলা-ছিনতাই: ৩ জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪২, ১১ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৯:৫৭, ১১ ডিসেম্বর ২০২৪
সমন্বয়কদের গাড়িতে হামলা-ছিনতাই: ৩ জন গ্রেপ্তার

গ্রেপ্তার তিন ছিনতাইকারী এবং উদ্ধারকৃত মোবাইল ফোন

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা ও ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় ১৪৮টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন:বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িবহরে হামলা

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় অভিযান চালিয়ে চোরাই মোবাইলসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা হলেন, রাকিম মিয়া, আনোয়ার ও মিন্টু মিয়া।

আরো পড়ুন:

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী জানান, গত রোববার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে সোনারগাঁয়ের মেঘনা টোলপ্লাজা এলাকায় কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়িতে হামলা করে মোবাইল ছিনতাই করা হয়। সেই ঘটনায় অভিযান পরিচালনা করে ছিনতাইকারীদের গ্রেপ্তার ও মোবাইল উদ্ধার করা হয়েছে। 

আরও পড়ুন:সমন্বয়কদের গাড়িতে ছিনতাইকারীর হামলা দাবি পুলিশের

আইনানুগ কার্যক্রম শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

ঢাকা/অনিক/বকুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়