পঞ্চগড় সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫
পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পঞ্চগড়ের তেতুঁলিয়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে উপজেলার ভজনপুর ইউনিয়নের শিবচন্ডি সীমান্তের মেইন পিলার ৭৪০ এর ৩ নম্বর সাব পিলার এলাকা থেকে তাদের আটক করা হয়।
এ সময় তাদের কাছে নগদ ১৪ হাজার ৭০৭ টাকা, ৪০৫ ভারতীয় রুপি, একটি স্মার্টফোন, তিনটি বাটন ফোন, এক ভরি স্বর্ণালংকার, সাত ভরি রুপার অলংকার ও দুইটি হাত ঘড়ি জব্দ করা হয়।
আটককৃতরা হলেন- ঠাকুরগাঁও সদর উপজেলার ধন্দুগাঁও এলাকার মনিরাম চন্দ্র বর্মণ (৫১), তার স্ত্রী হিরা রানী বর্মণ (৩৫), ছেলে রিপন চন্দ্র বর্মণ (২১), মেয়ে পাপড়ি রানী বর্মণ (১৩) ও মনিরামের ভাতিজা নিমাই চন্দ্র বর্মণ (২৩)।
নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক শেখ মো. বদরুদ্দোজা বলেন, ‘‘দালালের মাধ্যমে সীমান্ত অতিক্রম করে ভারতে অনুপ্রবেশের সময় আমদের টহল দল তাদের আটক করে। এ ঘটনায় তেতুঁলিয়া থানায় বিজিবির পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।’’
ঢাকা/নাঈম/রাজীব