ঢাকা     রোববার   ১২ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ২৮ ১৪৩১

ঘন কুয়াশা 

যাত্রীসহ দুই ফেরি মাঝ নদীতে আটকা, বন্ধ পাটুরিয়া ও আরিচা নৌরুট

মানিকগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ০৯:২১, ১২ ডিসেম্বর ২০২৪
যাত্রীসহ দুই ফেরি মাঝ নদীতে আটকা, বন্ধ পাটুরিয়া ও আরিচা নৌরুট

ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হওয়ার পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিসি। অপরদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ঘন কুয়াশায় মাঝ নদীতে যাত্রী ও যানবাহনসহ দুই ফেরি আটকা পড়েছে।

বুধবার (১১ ডিসেম্বর)  রাত সাড়ে ১১ টার থেকে আরিচা-কাজিরহাট নৌরুট বন্ধ রয়েছে। 

এ ব্যাপারে আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বলেন, “আরিচা-কাজিরহাট নৌরুটের চ্যানেলে সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ১১ টার দিকে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌরুট ৬টি ফেরি চলাচল করে।” 

এদিকে বুধবার (১১ ডিসেম্বর)  রাত সোয়া ৩ টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহ মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, “ঘন কুয়াশায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুইটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এনায়েতপুরি ও শাহ পরান নামের দুটি ফেরিতে যাত্রী ও যানবাহন আছে। আটকা পড়া ফেরির যাত্রীরা নিরাপদে ফেরিতে আছেন। এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত ৩ টা ১০ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হবে।” 

ঢাকা/চন্দন/টিপু 


সর্বশেষ

পাঠকপ্রিয়