ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় নিহত ৪

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:০৪, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৩৪, ১২ ডিসেম্বর ২০২৪
গাজীপুরে ট্রাক-কাভার্ডভ্যান চাপায় নিহত ৪

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ছালেহা আক্তার (২৬), ইমরান হাসান রাজন (৩৮), মো. মামুন (২৩) ও মো. দুলাল (৪২)।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজন নিহত হন। গুরুতর আহতদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরো তিন জন।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, গত রাতে চান্দনা চৌরাস্তা এলাকার জোবেদা টাওয়ারের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকা-ময়মনসিংহগামী একটি ট্রাক। এ সময় মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান সামনে থাকায় কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে অটোরিকশা চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শেখ ফাহাদ বলেন, ‘‘গতকাল রাতে ৪ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। এর মধ্যে এক জন নারী, তিন জন পুরুষ। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’’

বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) রাহেদুল ইসলাম বলেন, ‘‘দুর্ঘটনায় ৪ জন মারা গেছেন। তাদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পরপরই ট্রাকের চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/রেজাউল/রাজীব

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়