ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩১

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জ প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪২, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১১:৫৫, ১২ ডিসেম্বর ২০২৪
পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। ঘাটে অপেক্ষারত যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পার করা হচ্ছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। 

আরিচা ঘাটের ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “আরিচা-কাজিরহাট নৌরুটের চ্যানেলে গতকাল সন্ধ্যার পর থেকে ঘন কুয়াশা পড়তে শুরু করে। রাত সাড়ে ১১টার দিকে ফেরির মার্কিন বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। সকালের দিকে কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় এ নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।  আরিচা-কাজিরহাট নৌরুট ৬টি ফেরি চলাচল করছে।”

এদিকে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটেও ফেরি চলাচল শুরু হয়েছে। 

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের সহ-মহাব্যবস্থাপক মো. আব্দুস সালাম বলেন, “ঘন কুয়াশায় ফেরির মার্কিন বাতির আলো অস্পষ্ট হয়ে আসায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে দুইটি ফেরি মাঝ নদীতে আটকা পড়ে। এ নৌরুটে দুর্ঘটনা এড়াতে রাত ৩টা ১০ থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কেটে গেলে সকাল সোয়া ১০টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।” 

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৭টি ফেরির মধ্যে ১৫টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে বলেও জানান তিনি।

ঢাকা/চন্দন/ইমন


সর্বশেষ

পাঠকপ্রিয়