বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিল বিএসএফ
হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ভারতে অনুপ্রবেশ করে আটক হওয়া বাংলাদেশি তরুণ-তরুণীকে ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
আটককৃতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিনন্দ দাশের ছেলে মৃদুল দাস (১৯) ও অর্জুন দাসের মেয়ে রিমু দাস (২৫)। তাদের সঙ্গে দুইটি শিশুও ছিল।
বিজিবি জানায়, গত মঙ্গলবার রাতে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ধর্মঘর সীমান্তের মোহনপুর এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশ করেন ওই তরুণ-তরুণী। ভারতের অভ্যন্তরে যাওয়ার পরে বিএসএফ সদস্যরা তাদের আটক করেন। বুধবার বিকেলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।
বিজিবি-২৫ ব্যাটালিয়নের (সরাইল ব্যাটালিয়ন) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফারাহ মোহাম্মদ ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘এ ঘটনায় মাধবপুর থানায় মামলা দায়েরের পর দুই তরুণ-তরুণীকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।’’
মাধবপুর থানা পুলিশ জানিয়েছে, আটক দুই জনের সঙ্গে থাকা একটি শিশুকে তার পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। অপর শিশু মায়ের সঙ্গে কারাগারে থাকবে।
ঢাকা/মামুন/রাজীব