ঢাকা     বৃহস্পতিবার   ১২ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

রোদে চমকিত আইয়ুব বাচ্চুর রুপালি গিটার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:০৯, ১২ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৮:১৫, ১২ ডিসেম্বর ২০২৪
রোদে চমকিত আইয়ুব বাচ্চুর রুপালি গিটার

চট্টগ্রামের প্রবর্তক মোড়ে নির্মিত রুপালি গিটার ভাস্কর্য

বাংলাদেশের সংগীত জগতে কিংবদন্তি ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু। চট্টগ্রামের জন্ম নেওয়া এবং চট্টগ্রামেই সমাহিত হওয়া আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রামের প্রবর্তক মোড়ে ২০১৯ সালে নির্মিত হয়েছিল ‘ফেরারী মন’ শিরোনামের সেই রুপালি গিটার ভাস্কর্য। চত্বরটির নামকরণও করা হয় ‘আইয়ুব বাচ্চু চত্বর’ হিসেবে। দীর্ঘদিন ধাতব-স্টিলে নির্মিত রুপালি গিটার ভাস্কর্যটি পরিষ্কার-পরিছন্ন না হওয়ায় বিবর্ণ হয়ে পড়েছিল। 

সম্প্রতি আইয়ুব বাচ্চুর ভক্ত অনুরাগীদের স্বেচ্ছাশ্রমে ভাস্কর্য ও পুরো চত্বরটি পরিচ্ছন্ন করে দেওয়া হয়। ফলে আইয়ুব বাচ্চুর সেই রুপালি গিটার এখন ঝকঝকে। প্রবর্তক মোড় হয়ে চলাচল করতে যাত্রী-পথচারীদের চোখ চমকিত করে গিটার লাগা রোদের ঝিলিক।

আরো পড়ুন:

আইয়ুব বাচ্চুর রুপালি গিটার পরিষ্কারের উদ্যোগ নেওয়া চট্টগ্রামের পিএইচপি শিল্প পরিবারের সদস্য ও সংগীত শিল্পী মোহাম্মদ মহসিন রাইজিংবিডিকে বলেন, ‘‘আমি নিজে আইয়ুব বাচ্চুর গানের অনুরাগী এবং একনিষ্ঠ ভক্ত। চট্টগ্রামের পথে চলতে-ফিরতেই আইয়ুব বাচ্চুর স্মরণে নির্মিত ‘রুপালি গিটার’ ভাস্কর্যটি সব সময় নজর কাড়ে।’’

মোহাম্মদ মহসিন বলেন, ‘‘একদিন রুপালি গিটারের সামনে সেলফি তুলতে গিয়ে খেয়াল করলাম দীর্ঘদিন পরিষ্কার না করায় গিটারটি বিবর্ণ হয়ে আছে। চত্বরের চারপাশে ময়লা-আবর্জনা জমে আছে। এ জন্য কাউকে দায়ী না করে আমি নিজে আমার পরিবারের সদস্যদের নিয়ে গিটার ও চত্বর পরিষ্কারের সিদ্ধান্ত নেই। এ নিয়ে ফেসবুকে একটা পোস্ট দেই। গত রবিবার (৮ ডিসেম্বর) রুপালি গিটার ও চত্বর পরিষ্কার করতে গিয়ে দেখি, আমার পোস্টে সাড়া দিয়ে অনেকে চত্বরে সমবেত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামের যন্ত্রশিল্পী সংস্থা, সংগীত শিল্পী এবং আইয়ুব বাচ্চুর ভক্ত অনুরাগীরা পরিষ্কার কার্যক্রমে অংশ নিতে আসেন। সবাই মিলে দিনভর পরিশ্রম করে আমরা পুরো আইয়ুব বাচ্চু চত্বর এবং রূপালী গিটার পরিষ্কার করি।’’  

আইয়ুব বাচ্চুর ১৯৯৬ সালের ফেরারী মন অ্যালবামের ‘রুপালি গিটার’ গানের শিরোনাম অনুসারে রুপালি গিটার ভাস্কর্য নির্মাণ করে চট্টগ্রাম সিটি করপোরেশন।

২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর রাত ৮টায় ভাস্কর্যটি উদ্বোধন করা হয়। চট্টগ্রাম নগরীর গোলপাহাড় থেকে পাঁচলাইশ, দুই নম্বর গেট থেকে মেডিকেল যাতায়াতের চৌরাস্তার মধ্যখানে রুপালি গিটার যাত্রী ও পথচারীর দৃষ্টি কাড়ে।

ঢাকা/রেজাউল/বকুল 

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়